ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

ছবির ছোট্ট ছেলেকে চিনতে পেরেছেন?  তিনি এখন বড় অভিনেতা

প্রকাশিত: ২০:০৭, ১১ ডিসেম্বর ২০২৪

ছবির ছোট্ট ছেলেকে চিনতে পেরেছেন?  তিনি এখন বড় অভিনেতা

জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এর নায়ক আদৃত

প্রিয় তারকা ছোটবেলায় দেখতে কেমন ছিলেন, ছবিতে কেমন, তাও জানতে চান অনেকে। এ কারণে কখনো সোশ্যাল মিডিয়ায় যদি পছন্দের তারকা বা তার পরিবারের কেউ কোনো ছবি পোস্ট করেন, তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

লাল-নীলসহ নানা রঙের পোলো শার্ট পরা ছবির ছোট্ট এই ছেলে এখন ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা। আর তার মা-ই এ ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পর্দায় যতটা জনপ্রিয় তিনি, তেমনই আলোচিত। আবার প্রেম-ভালোবাসার জীবন নিয়েও চর্চিত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন―প্রথম সিরিয়াল ‘মিঠাই’র সেটেই নাকি একটি ত্রিকোণ প্রেমের আবহ তৈরি হয়েছিল।

এদিকে এই তারকা ছেলের ছোটবেলার একটি ছবি ফেসবুকে পোস্ট করে তার মা শিক্ষিকা মৌসুমী রায় ক্যাপশনে লিখেছেন, ‘দুষ্টুমিতে সিদ্ধহস্ত, আর সমস্যা তৈরি করতেই ওস্তাদ। আদৌ কি এই ছেলেটা কখনো বদলাবে?’ আর তার এমন পোস্টে মন্তব্যের ঘরে আদৃত লিখেছেন, ‘আমার দিদাও তার মেয়ের ব্যাপারে এই একই কথা বলতো আমায়।’

এবার হয়তো চিনতে পেরেছেন ছবির ছোট্ট ছেলেকে। হ্যাঁ, তিনি টালিউড তারকা আদৃত রায়। ক্যারিয়ারের শুরুটা বড়পর্দার মাধ্যমে হলেও পরিচিতি লাভ করেন ছোটপর্দা থেকে। ২০১৮ সালে রাজ চক্রবর্তীর ‘নূর জাহান’ সিনেমায় নূরের চরিত্রে অভিনয় করেছিলেন। এতে তার অভিনয় করেছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি।

তাসমিম

×