ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

নেটদুনিয়ায় ভাইরাল রুনা খান

প্রকাশিত: ১৯:০৭, ১১ ডিসেম্বর ২০২৪

নেটদুনিয়ায় ভাইরাল রুনা খান

বয়স তাঁর ৪১।তারপরও রূপ যৌবনে অতুলনীয় রুনা খান।ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন সবাইকে।ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী।

 

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন রুনা। এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। ‘লীলামন্থন’ নামে নতুন সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন।

সিনেমাটি প্রসঙ্গে রুনা খান বলেন,সিনেমাটির গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।

উল্লেখ্য্ নেট দুনিয়ায় রুনা খান সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত তারা গ্ল্যামার লুকের জন্য।

ফুয়াদ

×