সেলিম- সালমা- হেলেন
বলিউডের চিত্রনাট্যকার সেলিম খানের প্রথম স্ত্রী, সালমা খান, এবং তাঁর সতীন হেলেন, দুইজনের মধ্যে সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়। যদিও এক ছাদের নীচে তাঁদের সহাবস্থান বা সম্পর্কের গতি প্রকৃতির ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য নেই, তবে সম্প্রতি একটি বিশেষ মুহূর্ত তাঁদের সম্পর্কের সুন্দর দিকটি প্রকাশ করেছে। হেলেনের হাতে হাত রেখে সালমা খান তাঁর ৮৩তম জন্মদিন উদ্যাপন করেন।
খান পরিবারে প্রত্যেকের জন্মদিন অত্যন্ত আন্তরিকভাবে পালন করা হয়। সম্প্রতি উদ্যাপিত সেলিম- সালমা বিবাহবার্ষিকীতেও খান পরিবার একসাথে আনন্দের মুহূর্ত কাটিয়েছে, কেক কেটে, খাওয়া-দাওয়ার মধ্যে হইচই হয়েছে। সেলিম খানের জন্মদিনেও তিন ছেলে সালমন, আরবাজ়, এবং সোহেল একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার সলমার জন্মদিন ছিল বিশেষ উদ্যাপনের মুহূর্ত।
এদিকে, সালমার বড় ছেলে সালমান খান জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি প্রয়াত কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশান জিয়াউদ্দিন সিদ্দিকীর সঙ্গে বিদেশে ছিলেন। তবে, সেই ফাঁকটি পূর্ণ করেছেন ছোট ছেলে সোহেল। তিনি মায়ের সঙ্গে খুশি মনে নেচেছেন, একসাথে উদ্যাপন করেছেন এই বিশেষ দিনটি।
জাফরান