ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিদ্যা সিনহা মিমের নতুন পথচলার সূচনা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ১০ ডিসেম্বর ২০২৪

বিদ্যা সিনহা মিমের নতুন পথচলার সূচনা

.

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমার পাশাপাশি বাংলাদেশের সর্বাধিক করপোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ডও তার দখলে। যার সংখ্যা ক্রমশ বাড়ছে। তেমনই এক সুখবর দিলেন মিম। আরও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নতুন পথচলার সূচনা হয় তার। মিম বলেন, আমাদের ওপর মানুষের বিশ্বাস অগাধ। তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা শুরু করি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। সম্প্রতি জেসিএক্সের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম।
বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে ‘পরাণ’ ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। সম্প্রতি একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ফটোশূটেও অংশ নিয়েছেন মিম। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শূটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শীঘ্রই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।   

জোবায়ের আহমেদ

×