ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

গোল্ডেন গ্লোবের সেরার দৌড়ে যারা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১০ ডিসেম্বর ২০২৪

গোল্ডেন গ্লোবের সেরার দৌড়ে যারা

.

বিশ্ব বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীনতম পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজনে বসবে এর ৮২তম আসর। এবারের আসর সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার। এ বছর সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে স্প্যানিশ ভাষার সিনেমা ‘এমিলিয়া পেরেস’।
সেরা চলচ্চিত্র (ড্রামা) দ্য ব্রুটালিস্ট, অ্যা কমপ্লিট আননোন, কনক্লেভ ডুন : পার্ট টু, নিকেল বয়েজ এবং সেপ্টেম্বর ফাইভ। সেরা অভিনেতা (ড্রামা) অ্যাড্রিয়েন ব্রডি, টিমোটি শালামে, ড্যানিয়েল ক্রেগ, কোলম্যান ডমিঙ্গো, র‌্যালফ ফাইনস, এবং সেবাস্টিয়ান স্ট্যান। সেরা অভিনেত্রী (ড্রামা) প্যামেলা অ্যান্ডারসন, অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান, টিল্ডা সুইনটন, ফার্নান্দা তোরেস এবং কেট উইন্সলেট। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) আনোরা, চ্যালেঞ্জার্স, এমিলিয়া পেরেস, অ্যা রিয়েল পেইন, দি সাবস্ট্যান্স এবং উইকেড। সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) জেসি আইজেনবার্গ, হিউ গ্র্যান্ট, গ্যাব্রিয়েল লাবেল, জেসি প্লেমন্স, গ্লেন পাওয়েল এবং সেবাস্টিয়ান স্ট্যান। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) অ্যামি অ্যাডামস, সিনথিয়া এরিভো, কার্লা সোফিয়া গ্যাসকন, মাইকি ম্যাডিসন, ডেমি মুর এবং জেন্ডেয়া (চ্যালেঞ্জার্স)।

জোবায়ের আহমেদ

×