ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আর সেখানে এবার পারফর্ম দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসসহ একঝাঁক সংগীতশিল্পী ।
জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সবার আগে বাংলাদেশ এই সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ।
এদিকে জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে রবিন ঠাকুর গণমাধ্যমকে জানান, জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
জেমস ছাড়াও বিজয় দিবসের কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পীরা যেমন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার। এছাড়া ব্যান্ড দলগুলোর মধ্যে ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং সোনার বাংলা সার্কাসের মতো বেশ কয়েকটি ব্যান্ড।
আশিকুর রহমান