ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সিনেমা ছাড়ছেন অপু বিশ্বাস!

প্রকাশিত: ২২:২৯, ৯ ডিসেম্বর ২০২৪

সিনেমা ছাড়ছেন অপু বিশ্বাস!

সিনেমা ছাড়ছেন অপু বিশ্বাস

সিনেমায় নেই আলোচিত ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পর্দা ছোট হতে হতে তিনি এখন ইউটিউবে থিতু হয়েছেন। বড়পর্দায় সিনেমায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঠতেই পারে, অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?

কেন সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’

সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান তিনি।


 

তাসমিম

×