ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ঐশীর সাথে প্রেমে মজেছেন শুভ!

প্রকাশিত: ২১:৪০, ৯ ডিসেম্বর ২০২৪

ঐশীর সাথে প্রেমে মজেছেন শুভ!

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়েছিলেন আরেফিন শুভ। মুজিব সিনেমা কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তারপর সারে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানায় আলোচনায় আসেন। সম্প্রতি জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে  সমালোচনা। গুঞ্জন ছড়াচ্ছে এই দুই তারকার প্রেম নিয়ে।

২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে তারকা অঙ্গনে পা রাখেন জান্নাতুল ফেরদৌস  ঐশী। সাধারণত পোশাক, মিষ্টি হাসি আর শান্ত স্বভাবের হাওয়ায় সবার মন জয় করে ফেলেন খুব সহজেই ।

মিশন এক্সট্রিম সিনেমা ছিল তার ডেভিউ।  তখন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেতা আরেফিন শুভ । ঐশী তার প্রথম সিনেমার নায়ক হিসেবে পান আরিফিন শুভকে।

মিশন এক্সট্রিম  সিনেমাতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করে ঐশী। প্রশংসিত হয়েছেন গত বছর মুক্তি পাওয়া আদমে অভিনয় করেও।

ভালো ভালো বেশ কয়েকটি কনটেন্টে কাজ করেও জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঠিক পাওয়া যাচ্ছে না।  দুই বছর আগে রায়হান রাফির নুর সিনেমায় অভিনয় শেষ করলেও অজ্ঞাত কারণে সিনেমাটি মুক্তি পায়নি আজও মুক্তি পাবে কিনা তা কেউ জানে না বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের হতাশ হওয়ার বিষয়টি ব্যক্ত করেছেন এই অভিনেত্রী । গত বছর সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত আদম সিনেমাটি তৈরি হয়েছিল ২০১৯ সালে।

ওইদিকে বছরের শুরুতে মা হারালেন শুভ। কাজের ফাঁকে মায়ের সেবা, ডাক্তার, ঔষধ  নিয়ে ছুটির মধ্যে থাকতেন আরেফিন শুভ। মায়ের খুব আদরের ছিল সে।

২০০৫ সালে মডেলিং দিয়ে পথচলা শুরু করেন আরফিন শুভ। এরপর ২০০৭ সালে নাটকে আত্মপ্রকাশ। ২০১০ সালে সিনেমায় অভিষেক হয় তার। এরপর ছুঁয়ে দিলে মন ,অগ্নি, তাঁরকাটা, নিয়তি ,মুসাফির ,ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম এর মত সিনেমা উপহার দিয়েছেন।

সম্প্রতি  আরেফিন শুভর সাথে প্রেম নিয়ে জানা যাচ্ছে আলোচনা । শোনা যাচ্ছে, শুভর সংসার ভাঙ্গার পেছনে রয়েছেন ঐশী। তাদের এক সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। যেখানে গুঞ্জন ছড়ায় এ দুই তারকার প্রেম নিয়ে। হয়তো হতাশা গ্রস্থ এই  দুজন সামলে নিতে চান দুজনকে।  বাকিটা সময়ের অপেক্ষা।

সাইদুর

×