ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন অধ্যায়ে পরীমনি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:০৮, ৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৬:১০, ৯ ডিসেম্বর ২০২৪

নতুন অধ্যায়ে পরীমনি

পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। ঢালিউডে প্রায় এক দশক ধরে অভিনয়ের পর যাত্রা করেছেন টলিউডে। গত মার্চেই ঘোষণা দিয়েছিলেন প্রথমবারের মতো কলকাতার একটি ছবিতে অভিনয় করছেন তিনি। রহস্য আর রোমাঞ্চ গল্পে ‘ফেলুবক্সী’ ছবিটি দিয়েই পাশের দেশে অভিষেক ঘটবে তর।

এবার নিজের সেই ছবিটি নিয়ে সুখবর দিলেন পরী। আগামী বছরের শুরুতেই ভারতে মুক্তি পাচ্ছে পরীর সিনেমা ফেলুবক্সী। এর মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি। 

নিজের নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত পরীমনি জানান, ‘এটা আমার জীবনের অন্যরকম এক অধ্যায়। সবারই স্বপ্ন থাকে নিজের দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন দেশে গিয়ে কাজ করার। দেরিতে হলেও আমার সে স্বপ্ন পূরণ হয়েছে।’

ফেলুবক্সীতে নিজের চরিত্র নিয়ে পরী বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা ১৭ জানুয়ারি মুক্তির পর দর্শক বলবেন।’

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গেল বছরের এপ্রিলে। ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারসহ অনেকে।

থ্রিলার ঘরানার এ সিনেমার নামভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।

সিনেমায় দেবযানীর চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। আর পরীমনির চরিত্রের নাম লাবণ্য, যা রহস্যময় এক চরিত্র।
 

শহীদ

সম্পর্কিত বিষয়:

×