সংগৃহীত
দক্ষিনী অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। ওয়েব সিরিজ ‘জি করদা’ ও ওয়েব ছবি ‘লাস্ট স্টোরিজ ২’-এ তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ক্যারিয়ারের শুরুতে থেকে অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেন তিনি। পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতেন না; অন্তরঙ্গ দৃশ্য আছে, এমন সিনেমা করতেও আপত্তি ছিল। তবে সেই তামান্না আবেদনময়ী রূপে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন।
‘জি করদা’ ও ‘লাস্ট স্টোরিজ ২’-এ ১৮ বছরের নিয়ম ভেঙে তিনি পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তামান্না।
চলতি বছর ‘স্ত্রী ২’ সিনেমায় তার আইটেম গান ‘আজ কী রাত’ রীতিমতো ঝড় তুলেছিল। দীর্ঘদিন বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে গানটি শীর্ষে ছিল।
পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করলেও নগ্ন হতে রাজি নন তামান্না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্দায় নগ্নতার কোনো প্রশ্নই আসে না।’ তামান্নার সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি।
তিনি তামান্নাকে প্রশ্ন করেন, যদি কোনো আন্তর্জাতিক ছবিতে শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তাহলেও কি তিনি রাজি হবেন না?
সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে তামান্না বলেন, ‘আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হয়তো ঠিক আছে।’
শিহাব