ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাংলাদেশের সাথে জন্মসূত্রে সম্পর্ক অনন্যা পান্ডের!

প্রকাশিত: ২৩:১২, ৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের সাথে জন্মসূত্রে সম্পর্ক অনন্যা পান্ডের!

দীর্ঘ পথ পাড়ি দিয়ে বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন অনন্যা। চলতি বছরে একের পর এক তিনটি কাজ মুক্তি পেয়েছে তাঁর, এবং প্রতিটিতেই তিনি বেশ প্রশংসা অর্জন করেছেন। তবে এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী অনন্যার সঙ্গে বাংলাদেশের রয়েছে গভীর এক সংযোগ।

এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। ঠিক এমন সময়েই অনন্যার বাংলাদেশের সঙ্গে যোগসূত্রের কথা প্রকাশ করেছেন তাঁর বাবা, চাঙ্কি পাণ্ডে। একসময় তিনি টানা পাঁচ বছর বাংলাদেশি সিনেমায় কাজ করেছিলেন। ভারতে যতটা না জনপ্রিয় ছিলেন, তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি দর্শকদের মাঝে। এমনকি মুম্বাই ছেড়ে দীর্ঘ সময় বাংলাদেশের বাসিন্দা হয়ে উঠেছিলেন তিনি।

১৯৯৮ সালে ভাবনা পাণ্ডেকে বিয়ে করেন চাঙ্কি। সেই সময়ও তিনি বাংলাদেশের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। স্ত্রীকে নিয়েও তিনি বাংলাদেশে চলে যান। চাঙ্কির কথায়, "মধুচন্দ্রিমায় ভাবনাকে বাংলাদেশে নিয়ে যাই। একটি ছবি শেষ করতে হয়েছিল। সেই সময় ভাবনার গর্ভে অনন্যা আসে, যদিও আমরা মুম্বাই ফিরে তা জানতে পারি।"

বাংলাদেশে জনপ্রিয়তা পেলেও এক সময় সেখানেও তাঁর কাজ কমে আসে। স্ত্রীর পরামর্শে তিনি মুম্বাই ফিরে যান এবং নতুন কাজ খুঁজতে শুরু করেন। একসময় চাঙ্কি নায়কের চরিত্রে অভিনয় করলেও পরিস্থিতির পরিবর্তনে তিনি অন্য ধরনের চরিত্রে কাজ করতে শুরু করেন। চরিত্র যেমনই হোক, কিংবা ভাষা যাই হোক, চাঙ্কি সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর এই গুণই অনন্যাকে প্রেরণা জুগিয়েছে বলিউডে নিজের জায়গা তৈরি করতে।

নাহিদা

×