ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সিনেমায় টাইটেল সং গাইলেন লুইপা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ৬ ডিসেম্বর ২০২৪

সিনেমায় টাইটেল সং গাইলেন লুইপা

.

সংগীতশিল্পী লুইপা এবার গাইলেন সিনেমার টাইটেল সং। এসডি রুবেলের নির্মাণাধীন ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার টাইটেল সংয়ে কণ্ঠ দিলেন তিনি। গানটি লিখেছেন এবং সুর করেছেন এসডি রুবেল। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে লুইপার সহশিল্পী এসডি রুবেল। তৃতীয়বারের মতো লুইপা সিনেমায় প্লে-ব্যাক করলেন। লুইপা বলেন, আমার প্রথম প্লে-ব্যাক ধীরে ধীরে’র জন্য অনেক সাড়া পাই। বলা যায় গানটি আমার মনের মতো একটি গান। তবে সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম।

অথচ আমার প্রবল ইচ্ছে সিনেমাতে প্লে-ব্যাক করার। আমার বিশ্বাস সিনেমাতে আরও গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা দর্শককে আরও ভালো ভালো গান উপহার দিতে পারব আমি। ধন্যবাদ রুবেল ভাইকে আমাকে তার সিনেমায় একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য। জানি না কেমন গেয়েছি, তবে কথা ও সুর আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে। এসডি রুবেল বলেন, লুইপার কণ্ঠটা অসাধারণ একটা কণ্ঠ। তার কণ্ঠে ভীষণ মায়া এবং আবেগ আছে। তাকে নিয়ে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। আগামীতেও তাকে নতুন গান করার ইচ্ছে রয়েছে।
লুইপার কণ্ঠে বেশকিছু আধুনিক গান জনপ্রিয়তা পেয়েছে। তবে সিনেমায় তার গানের সংখ্যা একেবারেই কম। খুবই কম সুযোগ পেয়েছেন তিনি সিনেমার গানে। ‘সেরাকণ্ঠ’খ্যাত বগুড়ার মেয়ে লুইপা প্রথম প্লে-ব্যাক করেন অর্থাৎ সিনেমায় গান করেন রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। 

×