ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

প্রকাশিত: ২১:৩০, ৬ ডিসেম্বর ২০২৪

ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট দলের ২০০৩ সালের বিশ্বকাপ খেলা অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন এবং নতুন নাম রেখেছেন আনায়া বাঙ্গার। এই বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনায়া আগে তার বাবার মতো ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের ফলে এখন আর ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না। আনায়া নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, "শৈশব থেকেই ক্রিকেট আমার জীবনের অঙ্গ ছিল। বড় হওয়ার আগে আমি প্রতিনিয়ত আমার বাবাকে দেখেছি, কিভাবে তিনি দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এবং কোচিং দিয়েছেন। তখন থেকেই আমি তার পথ অনুসরণ করার স্বপ্ন দেখতাম।"

লিঙ্গ পরিবর্তনকারী চিকিৎসা প্রক্রিয়ার কারণে তার শরীরে অনেক শারীরিক পরিবর্তন এসেছে, যার ফলে আর মাঠে নামা সম্ভব নয়।

বর্তমানে আনায়া ইংল্যান্ডে বসবাস করছেন। কিছুদিন আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ট্রান্স নারীদের জন্য ক্রিকেট খেলার সুযোগ সীমিত করে দিয়েছে, যার কারণে আনায়া এখন আর খেলতে পারবেন না।

নুসরাত

×