জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির
‘আমার বাচ্চা,আমার ওয়াইফ তারাই আমাকে লালন-পালন করে,ঘরের বাচ্চা এখন আমিই হয়ে গেছি’ এমন মন্তব্য করেছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে সাংকাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেকে চিন্তা করে কোন বাচ্চাকে বেশি আদর করছি,আমার ক্ষেত্রে বিষয়টি একদমই ভিন্ন। আমার বাচ্চা,আমার ওয়াইফ তারাই আমাকে লালন-পালন করে,ঘরের বাচ্চা এখন আমিই হয়ে গেছি।
সালমান আরো বলেন, আমার জন্য এটি একটি আশির্বাদ, আলহামদুলিল্লাহ। কখনো কোনো অভিযোগ মনে আসেনি। সবই অনেক ভালো চলছে। আল্লাহ যেভাবে রাখছেন তাতে খুশি। আশা করছি এটা চলমান থাকবে।
উল্লেখ্য, ২০১১ সালে সালমানের স্ত্রী দিশার প্রথম বিয়ে হয়েছিল। সে সংসারে তার দুটি কন্যাসন্তানও রয়েছে।
নাহিদা