ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মুক্তি পেল দুই সিনেমা

প্রকাশিত: ২০:৫৬, ৬ ডিসেম্বর ২০২৪

মুক্তি পেল দুই সিনেমা

.

সংস্কৃতি প্রতিবেদক ॥ দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এর একটি রওনক হাসান ও মৌসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’। অন্য সিনেমাটি হচ্ছে ‘দুনিয়া’। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন ও আইরিন সুলতানা। চরের মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
‘নয়া মানুষ’ সিনেমাটি মুক্তি পেয়েছে : স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি শপিংমল ও মিরপুর সনি স্কয়ার, ব্লকবাস্টার- যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার- দিয়াবাড়ি উত্তরা, লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ ও পূরবী সিনেমা হল- ময়মনসিংহ।  এদিকে, আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’ নামে একটি সিনেমা। ২০১৬ সালে শূটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখলো। তবে বদলে গেছে নাম। মুক্তি পেল ‘দুনিয়া’ নামে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ। যেসব হলে মুক্তি পেয়েছে ‘দুনিয়া’ সিনেমাটি : ব্লকবাস্টার- যমুনা ফিউচর পার্ক, জয় সিনেমাস- কেরানীগঞ্জ, মধুবন- বগুড়া,  আনন্দ-ঢাকা, বিজিবি-ঢাকা, আজাদ-ঢাকা, সেনা সিনেমা ঢাকা ক্যান্টনমেন্ট, সেনা অডিটরিয়াম- সাভার ক্যান্টনমেন্ট, অতিরুচি- বরিশাল, শাপলা- রংপুর, নিউ গুলশান-জিঞ্জিরা ঢাকা, ছায়াবানী- ময়মনসিংহ, নন্দিতা- সিলেট, তামান্না- সৈয়দপুর, নিউমেট্রো- নারায়ণগঞ্জ, আনন্দ- কুলিয়ারচর, বনলতা-ফরিদপুর, রাজতিলক- কাটাখালী ও সংগীতা- খুলনা।

×