‘দ্য ম্যান আউটসাইড’ নাটকের মহড়ার দৃশ্য
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল এক্টোম্যানিয়া। জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের ‘দ্য ম্যান আউটসাইড’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। দলের প্রথম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’ মঞ্চে এসেছিল ২০২৩ সালের জানুয়ারিতে। প্রায় দুই বছর পর দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে দলটি। রাজধানীর নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। নির্দেশক তালহা বলেন, উলফগ্যাং বোরচার্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। এই একটি নাটকই তিনি লিখেছেন। ‘দ্য ম্যান আউটসাইড’ একটি যুদ্ধবিরোধী নাটক। পৃথিবীর যে কোনো যুদ্ধ আমাদের জন্য শোভনীয় নয়। আমরা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মাধ্যমে। এটি এমনই এক গল্প, যা লেখার ৭৪ বছর পেরিয়ে এখনো সমকালীন। আমাদের ব্যক্তি জীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব এতটাই বেশি যে মানুষের মৃত্যু আর আমাদের বিশেষ ভাবায় না। গুম, হত্যা, ধর্ষণ, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, কোনো কিছুই আমাদের ছুঁয়ে যায় না। আমরা কেমন ভেঁাঁতা হয়ে গেছি। সেই উপলব্ধি থেকে কিছু কথা বলতে চেয়েছি এ নাটকের মধ্য দিয়ে। অনুবাদক মামুন হক এ নাটক সম্পর্কে বলেন, যুদ্ধহীন সমাজ বাস্তবতার এক অনন্য প্রতিচ্ছবি ও শান্তিময় পৃথিবীর আশাকে বুকে বেঁধে নতুন প্রজন্মকে আলোকিত করতেই এ নাটকটি বাংলায় অনুবাদ করতে প্রেরণা পেয়েছি। নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্নই খেঁাঁজা হয়েছে নাটকজুড়ে। এতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক হাসান, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন, তরুশাহরিয়ার প্রমুখ।
প্রযোজনাটি মঞ্চায়নে পৃষ্ঠপোশকতা ও সহযোগিতা করেছে জার্মান ভাষা ও সংস্কৃতি প্রসার কেন্দ্র ক্রিয়েটিভ কুলটূরা।