ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শাহরুখ এখন আর মানুষ নেই: অভিজিৎ

প্রকাশিত: ২০:২৮, ৫ ডিসেম্বর ২০২৪

শাহরুখ এখন আর মানুষ নেই: অভিজিৎ

ছবি: সংগৃহীত।

একসময় বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠ শোনা যেত। তিনি ছিলেন শাহরুখ খানের গানের কণ্ঠ। ৯০-এর দশকে এই দুই তারকার জুটির গানগুলো ছিল সুপারহিট, যা আজও শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়। তবে, হঠাৎ কেন এই জুটির মধ্যে ভাঙন ঘটল? কেন অভিজিৎ আর শাহরুখের গান একসাথে শোনা যায় না? এর পেছনে কী কারণ ছিল?

গায়ক অভিজিৎ ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে তিনি তার কাজের যথাযথ সম্মান পাচ্ছিলেন না। এবং তার সঙ্গে শাহরুখের সম্পর্কের অবনতি সেখান থেকেই শুরু। তিনি বলেছিলেন, "যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন মনে হয়, আর নয়। আমি কখনও শুধু শাহরুখের জন্য গান গাইনি, আমি আমার কাজের জন্য গেয়েছি। কিন্তু যখন দেখলাম, সবাই সম্মান পাচ্ছে, এমনকি একজন চা-বিক্রেতার কথাও প্রচারিত হচ্ছে, অথচ আমি শাহরুখের জন্য গান গেয়েছি, সেই গানগুলোর জন্য আমার প্রাপ্য সম্মানই আমাকে দেয়া হচ্ছে না, তখন মনে হল কেন আমি তোমার জন্য গান গাইব?"

তবে, এর মানে এই নয় যে শাহরুখের প্রতি অভিজিতের কোনো ব্যক্তিগত রাগ রয়েছে। অভিজিৎ আরো বলেন, "আমাদের সম্পর্ক একেবারে খারাপ হয়নি। কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই। উনি এখন বিরাট মাপের তারকা। আর আমি তো সেই মানুষটাই রয়ে গিয়েছি। আমাদের দু’জনের মধ্যে কিছুটা গর্বও রয়েছে, কারণ আমরা দুজনই বৃশ্চিক রাশির মানুষ। তবে আমি একটু বড় বৃশ্চিক!"

অভিজিৎ আরো বললেন, "শাহরুখের কাছ থেকে আমি আর কিছু আশা করি না, আর তিনি আমার কাছ থেকে কিছু আশা করেন না। আমি আমার মতো এগিয়ে চলেছি, এবং তিনি তার জীবনও নিজের মতো পরিচালনা করছেন।"

কিছুদিন আগে তিনি জানান, তিনি কিছুটা আঘাত পেয়েছেন, কারণ তাঁদের দু’জনের ব্যক্তিত্ব একই ধরনের। মাঝে মাঝে মনে হয় শাহরুখ খুব অহংকারী বা হয়তো তার কাছে সময় নেই। তবে অভিজিৎ এটাও বলেন, "যদিও এখন শাহরুখের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ নয়, কিন্তু সে জানে যে আমি কষ্ট পেয়েছি।"

এভাবেই, দীর্ঘদিন পরেও অভিজিতের মনে অশান্তি রয়ে গেছে, তবে তার এবং শাহরুখের সম্পর্ক এখন অনেকটাই আলাদা। আজও অভিজিত তাঁর কাজের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যে সম্মান পাওয়ার তিনি প্রাপ্য ছিলেন, সেটি এখনও তাকে অবহেলা করা হয়েছে বলে মনে করেন।

নুসরাত

×