সামাজিক যোগাযোগ মাধম্যে প্রায় সময় আলোচনায় থাকতে দেখা যায় সময়ের আলোচিত নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে।
এ যেমন কয়েক মাস আগে এই অভিনেত্রীর হাতে বিয়ের কার্ড দেখে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। জল্পনা ওঠে, বিয়ে করছেন দীঘি! পরে জানা যায়, আদতে সেই বিয়ের কার্ডটি ছিল ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ ওয়েবফিল্মের প্রচারণা।
সম্প্রতি সেই দীঘি একটি বেসরকারী টেলিভিশন সাক্ষাতকারে কো-আর্টিস্টদের সাথে স্মৃতির উল্লেখ করে বলেন, নায়ক শাওনের সাথে রির্সোটে সারারাত শুটিং থাকায় রাত ১ টায় শুট শেষ হওয়ার সাথে সাথে দীঘি নিজে, তানভীর, নায়ক শাওনসহ সবাই গান ছেড়ে রুমের ভিতর নাচানাচি করতেন।আর এই নাচানাচিটা হলো তাদের সারাদিনের কাজের শেষে রিফ্রেশমেন্ট।
ফুয়াদ