২০১৮ সালে এক ফেসবুক স্ট্যাটাস মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম, লিখেছিলেন তুমি আমার সঙ্গে যা কিছু করেছ, আমি কখনও তোমাকে ক্ষমা করব না। তুমি আমার হৃদয় নিয়ে খেলেছ, যেমনটা তুমি অনেক মেয়ের সঙ্গে খেল। এসব বন্ধ কর সালমান! এভাবে কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে? কত?’
সম্প্রতি সেই জেসিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়া উপস্থাপক সালমান মুক্তাদির আপনার বন্ধু কিনা এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন,না সে আমার বন্ধু নয় সে আমার এক্স।
সেই জেসিয়া আবার ২০১৮ সালে অন্য একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাতকারে বলেছিলেন,আদতে সেসব সত্য নয়। সত্যটা হলো সালমান আমার ভালো বন্ধু। আর যে ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়েছে সেটা আসলে আমার হ্যাক করা একাউন্ট। যখন আমি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন।
ফুয়াদ