বাংলাদেশী মডেল ও অভিনেত্রী জয়া আহসান এক সাক্ষাৎকারে তার প্রিয় খাবার কি তার জবাবে বলেন, ভাত খেতে পছন্দ অনেক। আমি তিন বেলা ভাত খেতে পারবো।
প্রিয় মানুষ কে সেই জবাবে তিনি বলেন, আমার ফ্যামিলি সদস্যরাই আমার কাছে সবচেয়ে প্রিয়। এছাড়া পছন্দের জায়গা হিসেবে জয়া বেছে নিয়েছেন বান্দরবানকে। দেশের বাইরে লন্ডনকে বেশি পছন্দ করেন তিনি। প্রিয় পোষাক প্রসঙ্গে জয়া আহসান বলেন, যেগুলো আমাকে কম্পোর্ট দেয় সেগুলো ভালো লাগে, শাড়ি বিশেষ করে অনেক ভালো লাগে। এছাড়াও প্রিয় গান বাছাই করতে বললে জয়া বলেন, আমি সব শুনি। তবে বয়ে যায় নক্ষত্র গানটি অনেক ভালো লাগে। খুশি হলে কি করেন তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন, ফ্যামিলি, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করি। অন্যদিকে রাগ বা দুঃখ পেলে চুপ করে যান তিনি,খুব একটা প্রকাশ করেন না বলে জানান তিনি।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে ও রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
নাহিদা