ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

বলিউডে পা রাখছেন ফাহাদ ফাসিল

প্রকাশিত: ২১:৪২, ৪ ডিসেম্বর ২০২৪

বলিউডে পা রাখছেন ফাহাদ ফাসিল

মালয়ালম সুপারস্টার ফাহাদ ফাসিল। ছবি: সংগৃহীত

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (মালয়ালম) সুপারস্টার ফাহাদ ফাসিলকে এবার দেখা যাবে বলিউডে। ‘জাব উই মেট’ খ্যাত  নির্মাতা ইমতিয়াজ আলীর মিউজিক্যাল লাভ স্টোরির মাধ্যমে বলিউডে পা রাখছেন এই জনপ্রিয় অভিনেতা।

 

সম্প্রতি ‘বিক্রম’ ও ‘পুষ্পা’-র মতো একাধিক জনপ্রিয় তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তিনি বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। ফাহাদ ও ইমতিয়াজ গত কয়েক মাসে অনেকগুলো মিটিং করেছেন। তাদের দুজনের মত মিলেছে। সব মিলিয়ে বলিউডে অভিষেক প্রজেক্ট হিসেবে ইমতিয়াজের এই গল্পের ওপর ভরসা রাখছেন ফাহাদ ফাসিল।

 

জানা গেছে. সিনেমার শুটিং আগামী বছরের প্রথম দিকে শুরু হবে। ছবিটি মুক্তি পাবে ২০২৫-এর শেষের দিকে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

তাবিব

×