বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিবেক সোনি পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত একটি রোমান্টিক ছবিতে লক্ষ্য লালওয়ানির বিপরীতে অভিনয় করছেন নায়িকা। ছবিটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে শোনা গিয়েছে। এ ছাড়াও তার অভিনীত এবং করণ সিং ত্যাগী পরিচালিত আরও একটি ছবি ১৪ মার্চ, ২০২৫ -এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কাজের ব্যস্ততার মধ্যেই ব্রেকআপ নিয়ে আবারও শিরোনামে এসেছন তিনি। তবে এবার একটু অন্যরকম ভাবে খবরে এলেন এ অভিনেত্রী। ব্রেকআপ নিয়ে মুখ খুললেন তিনি। নেটিজেনদের মতে আগে কখনো এত অকপটভাবে তিনি এই বিষয়ে কথা বলেননি। বিনোদন জগতে পা রাখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে নানাভাবে ট্রোল করা হয়েছে। তাকে পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখেও। তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। অনন্যার জীবনে প্রেম আসা থেকেই শুরু হয়েছিল চর্চা। শোনা গিয়েছিল, তিনি আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তারপর অবশ্য তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে। আর এবার সেই সব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন অনন্যা। ‘দ্য রণবীর শো’-তে অভিনেত্রীর খোলামেলাভাবে তার বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন। অনলাইনে ভাইরাল হওয়া তার সাক্ষাৎকারের সেই ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে, তিনি তার দুর্বল দিকগুলো নিয়ে কথা বলেছেন।
হোস্টের সঙ্গে কথা বলতে গিয়ে, অনন্যা বলেছেন, ‘ভালোবাসার অনুভূতি কেবল নয়, এটা সে কোনো ক্ষেত্রেই হতে পারে, আর এটা হলে সত্যি খুব কষ্ট হয়। আমি বিশ্বাস করি যে আমার জীবনে ভালোবাসার মানুষের অভাব নেই। আমার বাড়ির সকলে আমাকে খুব ভালোবাসেন। আমি যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করি। আমার টিম আমাকে মনে করিয়ে দেয় যে সবাই আমার বেস্ট ফ্রেন্ড নয়, কিন্তু আমি সবসময় মনে করি যে আমার টিমই আমার ভালো বন্ধু।’ তিনি আরও বলেন, ‘আমি একজন খোলা মনের মানুষ, তাই এটা সত্যিই আমাকে কষ্ট দেয় যখন কেউ বলে, আমার এসব কথা বেশি শেয়ার করা উচিত নয়। কিন্তু আমি মানুষের মধ্যে ভালোটা দেখতে পছন্দ করি। কিন্তু আপনি কাউকে খুব ভালো বাসলেন আর সে আপনাকে ভালোবাসার বদলে ঠকালো তখন সেটা খুব কষ্ট দেয়।’ তার এই ভিডিওটি অল্প সময়ে দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ভিডিও দেখে অনেকেই নিজের সঙ্গে রিলেট করতে পরেছেন। অনেকেই তার সততার প্রশংসাও করেছেন।
অকপটে অনন্যা
শীর্ষ সংবাদ: