ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ডন-২ সিনেমায় বাদ পড়ে কষ্ট পেয়েছিলেন ইশা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ৪ ডিসেম্বর ২০২৪

ডন-২ সিনেমায় বাদ পড়ে কষ্ট পেয়েছিলেন ইশা!

বলিউড অভিনেত্রী ইশা কোপিকার। যে নামটি শুনলে অনেকেরই প্রথমে মনে আসে শাহরুখের 'ডন-১' সিনেমার কথা।  'আজ কি রাত' গানে তার সেই নাচ। এরপর আসে শাহরুখ খানের ‘ডন-২’ সিনেমা। কিন্তু এই সিনেমায় অভিনয়ের জন্য ডাক না পাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছিলেন ইশা।

 

সম্প্রতি শাহরুখ খান ডন সিনেমায় তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ইশা। সেখানেই তিনি জানিয়েছেন, যখন তাকে ডন-২ সিনেমার জন্য ডাকা করা হয়নি, তখন তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। প্রথম সিনেমায়ে যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে যেমন প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানি, ওম পুরি ডাক পেলেও তিনি বাদ পড়েন।

তিনি আরও বলেন, যখন ডন ২-এর জন্য তাকে ডাকা হয়নি, তখন তিনি দুঃখ পেয়েছিলেন। তিনি প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে জানানো হয়েছিল যে কাস্টিং ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। পরে অবশ্য তিনি মেনে নেন এবং বলেন যে সিক্যুয়েলটি প্রথম সিনেমার মতো সফল হয়নি।

একই সাক্ষাৎকারে ইশা জানান, তিনি দিল চাহতা হ্যায়-এর সোনালি কুলকার্নি অভিনীত চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলেন এবং তার জন্য প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি অন্য একটি সিনেমার সাথে চুক্তিবদ্ধ ছিলেন।

এর আগে ডন-১ সিনেমায় তিনি অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমীর সহযোগিতায়। তার একটি আবেগঘন দৃশ্যের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন জাভেদ ও শাবানা। যেখানে তিনি চাঙ্কি পান্ডের স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলেন। তাকে আটকে রেখে তার স্বামীকে খুন করা হয়।

তিনি বলেন, ‘শাবানা ও জাভেদ সাহেব আমার সেই দৃশ্য দেখে ফোন করেন এবং তাদের সেই ফোন কলই ছিল ডন-১ এ সুযোগ পাওয়ার কারণ।’

তবে, ইশা স্বীকার করেন যে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটি তার চরিত্রের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। তিনি আরও যোগ করেন, ‘আমি এই চরিত্রের জন্য সবকিছু দিতে রাজি ছিলাম। আমি ২৫ বছর ধরে তায়কোয়ান্দো শিখেছি, আর মার্শাল আর্টে আমি দারুণ। যে কোনও বয়সের অভিনেত্রীকে প্রতিযোগিতায় ফেলতে পারি। তবে যা হয়েছে, সেটা মেনে নিয়েছি।’

এমএম

×