ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ঐশ্বরিয়াকে শ্রদ্ধাশীল হতে হবে : জয়া বচ্চন

প্রকাশিত: ০০:৪৫, ৪ ডিসেম্বর ২০২৪

ঐশ্বরিয়াকে শ্রদ্ধাশীল হতে হবে : জয়া বচ্চন

জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই।

বারবার চর্চায় উঠে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাম্পত্যে নিয়ে প্রতিনিয়ত চলছে জল্পনা। বাড়ছে নাকি দূরত্ব। তবে এ নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন এ তারকা দম্পতি। 

তবে এর মধ্যেই সম্প্রতি ভাইরাল হয়েছে জয়া বচ্চনের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তাকে পূত্রবধু ঐশ্বরিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়। বউ শ্বাশুড়ির সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন জয়া বচ্চন। 

জয়া বলেন, ‘ও আমার বন্ধু। আমার যদি ওর সম্পর্কে কিছু অপছন্দ হয়, ওর মুখের উপর বলে দিই। আমি কারও পিছনে কোনও রাজনীতি করি না। যদি ও আমার সঙ্গে একমত না হয়, তাহলে নিজের মতপ্রকাশ করে। পার্থক্য হল আমি কোনওভাবেই নাটক করতে পারি না। ওকেও এব্যাপারে খানিকটা শ্রদ্ধাশীল হতে হবে। আমারও বয়স হয়েছে। সবসময় তো এভাবে মাথায় রাখা যায় না সবকিছু।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি চাই সত্যিই যাতে ঘরে বসে কথা বলতে পারি। গল্প বা কোনও বিষয়ে আলোচনা করতে। আমার কাছে কখনও সময় থাকলেও, ওর হয়তো থাকে না। তবে আমার যতটুকু সময় রয়েছে আমি চেষ্টা করি সেটা উপভোগ করতে। কারণ, ওর আর আমার সম্পর্কটা সত্যিই খুব ভালো।’

একটা সময় ধুম 2-এর সেট থেকে প্রেম শুরু হয় অভিষেক-ঐশ্বর্যর। এরপর ২০০৭ সালের ১৪ জানুয়ারি তাঁরা বাগদান সারেন। এবং ওই একই বছর তাঁরা মুম্বইয়ের বচ্চনদের বাংলো প্রতীক্ষায় সাতপাকে বাধা পড়েন। কয়েক বছর পর ২০১৬ সালে তাঁদের সন্তান আরাধ্যার জন্ম হয়।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অভিষেক-ঐশ্বর্যর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন চলছে। কেউ বলছেন বচ্চন পরিবার ছেড়ে পুরোপুরি বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য। কেউ আবার বলছেন, শুধুমাত্র মেয়েটার কথা ভেবে একসঙ্গে রয়েছেন তিনি। এমনকী জয়া এবং শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক একেবারেই ভালো না হওয়াই দায়ী, তাই এমনভাবে সম্পর্ক ভাঙতে বসেছে জনপ্রিয় এই তারকা দম্পতির।

ইসরাত

×