ডিজে রাহাত
জনপ্রিয় ফোক গানকে ডিজে পার্টিতে উপস্থাপনের জন্য ড্যান্স ফরমেটে করছেন ডিজে রাহাত। প্রচলিত জনপ্রিয় এই গানগুলোতে নতুন করে কণ্ঠ দিচ্ছেন শফি ম-ল, ডলি সায়ন্তনী, পিন্টু ঘোষ, পারভেজ, আনিকা, শুভ, মিলন, ইমরান, অবন্তী সিঁথি, শিরীন, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বি, সাদিয়া লিজাসহ আরও অনেকে। এ প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, যেহেতু আমার পেশাই ডিজেইং করা এবং আমার কাজই হলো একজন ডিজে হিসেবে মানুষকে নাচানো তাই আমি এমন কিছু জনপ্রিয় ফোক গান ড্যান্স ফরমেটে করছি নতুন করে যে গানগুলো বিভিন্ন ডিজে পার্টিতে আমি বা অন্যরা হিন্দি ইংরেজি গানের পাশাপাশি আমাদের গানগুলোও বাজাতে পারবে।
আগামীতে ১০-১৫টা হিন্দি ইংরেজি গানের পাশাপাশি যেন দশটা বাংলা গানও যেন বাজে-এটাই আমার লক্ষ্য। এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ডিজে রাহাত। গানগুলোর ভিডিও ধারনের কাজ চলছে। ডিজে রাহাত জানান আগামী বছরের শুরু থেকে ত্রিশটিরও বেশি ফোক গানসহ নতুন দশটি মৌলিক গান ২০২৫ সালজুড়ে ডিজে রাহাতের ইউটিউব চ্যানেল ‘ডিজে রাহাত’-এ প্রকাশ পাবে। আগামী ২০ ডিসেম্বর সিলেট ক্যাডেট কলেজে ডিজেইং করবেন ডিজে রাহাত।