ছবি: সংগৃহীত।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, এখন বিশ্বের সবচেয়ে বড় ধনী। তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য রয়েছে যেটি দিয়েই অনেক উৎসে থেকেই আয় হচ্ছে। রিলায়েন্স এখন ভারতের সবচেয়ে ধনী কোম্পানি, যার মার্কেট ক্যাপ ১৭.৪৮ লাখ কোটি টাকা।
গত সপ্তাহে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মাত্র ৫ দিনে বা ১২০ ঘণ্টায়, রিলায়েন্স কোম্পানি তার মার্কেট ক্যাপে ৩৫,৮৬০.৭৯ কোটি টাকা যোগ করেছে।
এটি হলো শীর্ষ ১০ সবচেয়ে ধনী কোম্পানির মধ্যে ৯ম, যাদের সম্মিলিত বাজার মূল্য ২,২৯,৫৮৯.৮৬ কোটি টাকা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ৬৭ বছর বয়সী এই বিলিয়নেয়ারের বর্তমান নেট ওয়ার্থ এখন ১০১.৬ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নেয়ার্স তালিকায় ১৮তম স্থানে রয়েছেন।
তার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্থানীয় বাজারে সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে রয়েছে, এরপরেই রয়েছে টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, এলআইসি, আইটিসি এবং হিন্দুস্তান ইউনিলিভার। শুক্রবার, এই কোম্পানির শেয়ার দাম ছিল ১,২৯১.৫০ টাকা।
তিনি তার তিন সন্তান - ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি - এর সঙ্গে ব্যবসা আরও সম্প্রসারিত করছেন। ২০২৩ সালে তারা রিলায়েন্সের বোর্ডে যোগ দিয়েছেন। ছেলে আকাশ জিওর প্রধান; মেয়ে ইশা রিটেইল এবং আর্থিক সেবার দেখভাল করেন; আর ছোট ছেলে অনন্ত এর্নাজি বিজনেসে রয়েছেন।
নুসরাত