অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। ছবি: সংগৃহীত।
অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা বিরুদ্ধে ২৮টি বিয়ে করার অভিযোগ তোলা হয়েছিলো। শুধু তাই নয়, তার বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছিল। এই অভিযোগগুলোর জন্য একসময় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে এখন, এসব অভিযোগের ব্যাপারে প্রথমবারের মতো মুখ খুললেন এই অভিনেত্রী।
এ ব্যাপারে ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন মডেল-অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিনেত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগের প্রতিকার চেয়েছেন। মূলত কারাভোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে নিজস্ব অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনটি আয়োজন করেন তিনি।
রোমানা স্বর্ণা সংবাদ সম্মেলনে বলেন, "এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সঙ্গে পরিচয় হয়। আমাকে মিথ্যা বলে জুয়েল বিয়ে করেছিল। সে তার আগের বউয়ের কথা গোপন রেখে বিয়ে করে। এসব জানার পরই বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। একটা পর্যায়ে তার সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নিই। নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি (জিডি) করেও লাভ হয়নি। বিয়ের আগে বলেছিল, অভিনয় করলে অসুবিধা নেই। কিন্তু বিয়ের পর দেখা যায় উল্টো চিত্র। আমাকে অভিনয় করতে দেয়নি।
স্বর্ণা বলেন, "বিয়ের পর মায়ের বাসায় থাকতাম। একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত। দুবার তাকে ডিভোর্স দিই। শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে। ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবে—এমন শর্তও দেয়া হয়।"
স্বর্ণা তার বক্তব্যে বলেন, "তৎকালীন ডিবির প্রধান হারুন জুয়েলের অপকর্মে সহযোগিতা করতেন। তাই উপায় না থাকায় একপর্যায়ে তিনি সমঝোতা করেন। মামলা তুলে নেন।"
অভিনেত্রী রোমানা স্বর্ণা দাবি করেন, "২৮টি বিয়ে করার যে অভিযোগ উঠেছে, তা একেবারে ভিত্তিহীন। আজও কেউ প্রমাণ করতে পারেনি যে, আমার ২৮টি বিয়ে হয়েছে। আমি এখনও চ্যালেঞ্জ করছি, প্রমাণ দিন। র্যাব তদন্ত করুক এবং খুঁজে বের করুক, কোথায় আছে আমার ২৮টি বিয়ে।" তিনি আরও জানান, "আমি কোন রাজনৈতিক নেতাকে কাজে লাগাইনি। যদি তা হতো, তাহলে আমি এখন অনেক বেশি ক্ষমতাশালী হতাম। কারণ আমি একজন সেলিব্রিটি ছিলাম।"
স্বর্ণা জানান, দীর্ঘদিন নানা হুমকি-ধমকির কারণে তিনি চুপ ছিলেন। তবে সরকারের পতনের পর তিনি দেশে ফিরে কিছুদিন অসুস্থ ছিলেন, এজন্য সংবাদ সম্মেলন করতে পারেননি। তবে তিনি বলেন, "এখনও আমি কোন মামলা করিনি, কিন্তু শিগগিরই সবাই জানবেন এসব বিষয়ে আমি কি পদক্ষেপ নিচ্ছি।"
এবার যদি সত্যি সত্যি রোমানা স্বর্ণা তার অভিযোগের বিরুদ্ধে আইনি পথে এগিয়ে যান, তবে এটি তার জন্য এক নতুন অধ্যায় হতে পারে। সব মিলিয়ে, তার এই বক্তব্যের পর অনেক প্রশ্নই উত্থিত হচ্ছে এবং মিডিয়া থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছে।
নুসরাত