ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

শাহরুখকন্যা সুহানার এ কি কাণ্ড!

প্রকাশিত: ২২:১১, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:২৩, ২ ডিসেম্বর ২০২৪

শাহরুখকন্যা সুহানার এ কি কাণ্ড!

শনিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত কনসার্টে লাইভ পারফর্ম করলেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা দুয়া লিপা, যেখানে উপস্থিত ছিলেন বহু সেলিব্রিটি। কনসার্টের একাধিক ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে কনসার্টের সবচেয়ে আলোচিত অংশ ছিল দোয়া লিপার একটি ফ্যান-মেড ম্যাশআপ পারফরম্যান্স। এতে তার গান 'লেভিটেটিং' এবং শাহরুখ খানের সিনেমা বাধশাহ থেকে বিখ্যাত গান 'ওহ লড়কি জো' একত্রিত করে পরিবেশন করা হয়।
দুয়া লিপার এই পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের একটি ভিডিও শেয়ার করে সুহানা। ভিডিওতে কোনো ক্যাপশন না থাকলেও তিনি হার্ট আই, জ্যনি ফেস এবং নাচের ইমোজি ব্যবহার করেছেন।
ভক্তরা এই পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেন। এক ব্যক্তি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, "দুয়া লিপা লেভিটেটিং x ওহ লড়কি ম্যাশআপ মিস করেননি।" একজন মন্তব্য করেন, "দুয়া লিপা তার স্টাইলে ম্যাশআপটি করেছেন। ইশ, যদি শাহরুখ সেখানে থাকতেন!" আরেকজন লিখেছেন, "২০২৪-এর আমার কোনো কল্পনাতেই দুয়া লিপা এই ম্যাশআপ করবেন, তা ছিল না।"
অন্য একজন টুইট করেন, "দুয়া লিপা কুইন! তিনি রিলস দেখেছেন এবং আইকনিক ম্যাশআপটি পারফর্ম করেছেন!!"

এক ভক্ত লিখেছেন, "লেভিটেটিং x ওহ লড়কি জো ম্যাশআপ অবশেষে তার গন্তব্যে পৌঁছেছে। দেখুন, দোয়া লিপা 'হ্যাঁ, এখানে' অংশে কেমন মজা করেছেন। শাহরুখ খান যদি এই মুহূর্তে প্রবেশ করতেন, তাহলে কেমন হতো কল্পনা করুন!"
দুয়ার কনসার্টে উপস্থিত ছিলেন রাধিকা মেরচেন্ট, আনন্দ পিরামল, রণবীর শোরে, নম্রতা শিরোদকার, তাদের মেয়ে সিতারা ঘাট্টামানেনি, নেহা শর্মা এবং আইশা শর্মার মতো সেলিব্রিটিরা। বৃহস্পতিবার মুম্বাইয়ে এসে পৌঁছান দোয়া। ওই রাতেই তিনি তার প্রেমিক, অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে ডিনারে বের হন।
দুয়া লিপা আগেও একাধিকবার শাহরুখ খানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। ২০১৯ সালে ভারতের সফরে এসে তিনি শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাদের একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন শাহরুখ। ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন নিয়ম মেনে চলব, আর দোয়া লিপার মতো একজনের কাছ থেকে শেখার সুযোগ পেয়ে আমি সম্মানিত। কী চমৎকার ও মিষ্টি মেয়ে এবং তার গলা কত সুন্দর। আমি তাকে শুভকামনা জানাই।"

তৃতীয়বার ভারতে দোয়া লিপার সফর
এই কনসার্ট ছিল দোয়া লিপার ভারতে তৃতীয় সফর। এর আগে ২০১৯ সালে তিনি ভারতে পারফর্ম করেন এবং চলতি বছরের শুরুর দিকে রাজস্থানে ছুটি কাটান।

নাহিদা

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে