ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৪ শুরু হচ্ছে আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৪ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। উৎসবের স্লোগান ‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর।’ ব্যবস্থাপনায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। টিএসসি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব উদ্যাপিত হবে। ১১ দিনব্যাপী উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৮টি নাটক মঞ্চায়ন হবে।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেন, এবারের উৎসবে প্রদর্শিত নাটকগুলো আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প তুলে ধরবে বলেই বিশ্বাস। এরই ধারাবাহিকতায় উদ্বোধনী মঞ্চায়ন বাদল সরকার রচিত, টুম্পা রাণী দাশ নির্দেশিত নাটক ‘সুটকেস’ এবং ইসলাম উদ্দিন পালাকারের ‘কমলা রাণীর সাগর দীঘি’ পালা।