এসডি রুবেল ও কোনাল
বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই জনপ্রিয় সংগীতশিল্পী এসডি রুবেল ও কোনাল আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে সেই গানটি প্রকাশ পেয়েছে চলতি বছরের শুরুতে। গানের শিরোনাম ‘তুমি শরতের মেঘ’। গানটি লিখেছিলেন কৃষ্ণ দাস। সুর সংগীত করেছিলেন এসডি রুবেল। বহু বছর পর এবার এসডি রুবেলের সিনেমায় প্লে-ব্যাক করেছেন কোনাল। আগামী ৫ ডিসেম্বর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুরু হতে যাচ্ছে এসডি রুবেলের পরিচালনায় সরকারি অনুদানে ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার শূটিং।
এই সিনেমারই টাইটেল সং ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। তার সহশিল্পী এসডি রুবেল। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। কোনালের গায়কী প্রসঙ্গে এসডি রুবেল বলেন, কোনাল ভালো গায় এটা আমি জানি। যদিওবা বহু বছর আগে তার সঙ্গে একটি দ্বৈত গান করেছিলাম। সেটা নানা কারণে প্রকাশ করতে অনেক দেরি হয়ে যায়। আর এরই মধ্যে কোনাল একজন গায়িকা হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের আলাদা একটি অবস্থানও সৃষ্টি করে নিয়েছে। বিশেষত প্রিয়তমা গানটি তার কণ্ঠে দারুণ জনপ্রিয়তা পায়।
তবে এমন জনপ্রিয় গান শ্রোতা-দর্শককে উপহার দেওয়ার পরেও তার আচরণে কিন্তু একটুও পরিবর্তন দেখিনি। ভীষণ বিনয়ী, ন¤্র, ভদ্র একজন শিল্পী কোনাল। আমার সিনেমার টাইটেল সং নীল আকাশে পাখি উড়েÑ গানটিও দারুণ গেয়েছে। গানটি গাইবার আগে ঠিকঠাক মতো গানটি তুলে নিয়েছে। ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। আমি মুগ্ধ। কোনালের কারণেই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী। তার সঙ্গে সহশিল্পী হিসেবে আমি আছি।
গানটি লিখেছেন ও সুর করেছেন এসডি রুবেল নিজেই। তিনি নিজেই এতে নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন। অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি। যে কারণে আগের পরিচালিত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’র চেয়ে একটু বেশি মনোযোগ তার এই সিনেমাটিকে ঘিরে। এই সিনেমার গানগুলো ভালো হচ্ছে। এর আগে গেয়েছেন অনুপমা মুক্তি। আর এবার গাইলেন কোনাল।