বেশিরভাগ সুন্দরী মেয়েরা শুধু বাজে ছেলেদেরই পছন্দ করে! এরকম প্রশ্ন হয়তো বেশীরভাগ ছেলেদের মনেই ঘুরে থাকে। বেশীরভাগ সুন্দরী মেয়েরা শুধু বখাটে ছেলেদের প্রেমেই কেনো পড়ে? এরকম প্রশ্ন হয়তো অনেক ছেলেদের মনেই জাগতে পারে যখন তারা দেখে একটা বখাটে ছেলে খুব সহজেই মেয়েদের ইমপ্রেস করে ফেলছে।আর সে এত ভালো ছেলে হয়েও করতে পারছে না। আর মেয়েরাও সেই বখাটে ছেলেদের প্রতি আকর্ষিত হচ্ছে।এর পেছনের রহস্য উন্মোচন করলেন কোলকাতার সোস্যাল মিডিয়া ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর আর জে প্রিয়ঙ্কা।
প্রিয়াঙ্কা বলছেন, কিছু কিছু মেয়ে আছে যারা খুব সুন্দর অপ্সরা,সুন্দর হাসি এতটাই গর্জিয়াস যে সবাই তার জন্য পাগল।
কিন্তু তারা পছন্দ করবে আলুর দমের মত দেখতে ঝিঙ্গা টাইপ ছেলে।খুব বখাটে, রগচটা টক্সিক ছেলেকে।যারা এই সুন্দর মেয়েকে হাতে হারিকেন ধরাই দিয়ে চলে যাবে।মাঝে মাঝে এই মেয়েদের দেখলে মনে হয় সৃষ্টিকর্তা এদের রূপ দিয়েছে,কিন্তু মস্তিষ্কবিহীন সে রূপ।
তাদের জন্য প্রিয়াঙ্কা প্রশ্ন রেখেছেন, বুদ্ধি কি ব্যাংকের লকারে রেখে এরা বয়ফ্রেন্ড খুঁজে।পাড়ার ঝালমুড়িওয়ালার ও পার্সোনালিটি এদের থেকে ভালো।এই ধরণের মেয়েদের তিনি জানতে চেয়েছেন কি দেখে তারা এগুলা পছন্দ করে।
আবার এই মেয়েগুলা এদের জন্যই নাকি এরা ডিপ্রেশনে চলে যায়।আবার এই ছেলেগুলাই নাকি মেয়েদের রিজেক্ট করে।যেসব ছেলেদের কপালে মেয়ে নেই তারা কীভাবে আবার মেয়েদের রিজেক্ট করে প্রশ্ন রেখেছেন নেটিজেনদের কাছে।
শেষে ওই বখটে ছেলেদের কাছে ছ্যাকা খেয়ে বলবে সব ছেলেরা খারাপ।
ফুয়াদ