মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত।
এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। তারা একদিকে যেমন নাটক, তেমনি চলচ্চিত্রেও সমানতালে কাজ করে চলেছেন। কিন্তু তাদের সম্পর্ক প্রতিযোগিতামূলক নয়, বরং একে অন্যের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। বিভিন্ন দেশেও একসঙ্গে বেড়াতে দেখা যায় তাদের, যেন তারা একে অপরের পছন্দের তালিকায় একে অপরকে অগ্রাধিকার দিয়েছেন।
রবিবার (০১ ডিসেম্বর) এক অনুষ্ঠানে কথা বলেন মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। এ সময় ফারিণ মজার ছলে বলেন, "আজ একটি কথা সবার সামনে বলতেই চাই। সেটা হলো, মেহজাবীন প্রচুর শপিং করতে পছন্দ করেন। বিশেষ করে তিনি অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করেন।"
ফারিণের কথায় মেহজাবীন হেসে ফেলেন, আর একমত হয়ে মেহজাবীন বলেন, "হ্যাঁ, এটি পুরোপুরি সঠিক। আমার এই একটি 'সুস্থ অ্যাডিকশন' আছে।" তিনি আরও বলেন, "আমি শপিং করতে পছন্দ করি, শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, বন্ধুদের জন্যও। যখনই ভালো কিছু দেখি, কেনার ইচ্ছা চলে আসে। ফারিণও জানে, আমি কী কী কিনি। আমরা অনেক সময় ট্রিপে একটা খালি লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করতে। অনলাইনে প্রোডাক্ট কিনে তা ফিরতি যাত্রায় নিয়ে আসি।"
মেহজাবীন এবং তাসনিয়া ফারিণের বন্ধুত্ব বহু পুরনো। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তারা একসঙ্গে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছিল। তাদের বন্ধুত্বের দৃষ্টান্ত সত্যিই অনুপ্রেরণামূলক, যেখানে ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলোও তারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন।
নুসরাত