অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত।
ছোট পর্দার প্রখ্যাত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা প্রায়ই কাজের বাইরে নানা কারণে খবরের শিরোনামে আসেন। সামাজিক মাধ্যমেও তার উপস্থিতি প্রায়ই আলোচিত হয়। কখনও সাহসী লুকস দিয়ে নিজেকে তুলে ধরেন, আবার কখনো বিতর্কের মুখেও পড়েন।
সম্প্রতি, এক অনুষ্ঠানে অভিনেত্রীকে বিয়ের পাত্র নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে দুটি অপশন দেওয়া হয়—একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার। উত্তরে, তিনি কোনো হেজিটেশন ছাড়াই বলেন, "বিসিএস ক্যাডার!"
এছাড়া, ভাবনা আরো বলেন, "আমার মা-বাবা এখনও আমাকে বিসিএস পরীক্ষায় বসতে বলছেন। আমি এটা দিতে পারি। গত বছরও আমার আব্বু বলেছিল, যদিও আমার বয়স এখনো বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার উপযোগী।"
ভাবনার এই মন্তব্যটি তার ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই তার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন, আবার কিছু মানুষ তার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন।
নুসরাত