ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

গ্ল্যামারের আড়ালে মাদক ব্যবসা?

প্রকাশিত: ১৮:২৬, ২ ডিসেম্বর ২০২৪

গ্ল্যামারের আড়ালে মাদক ব্যবসা?

তারকা ওলগা বেডনারস্কান।

নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’খ্যাত তারকা ওলগা বেডনারস্কান। তিনি প্রায় ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়েছেন, যার বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি।
 
যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ইতোমধ্যেই অভিনেত্রী ওলগাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরই মধ্যে তিনি আদালতে তার অপরাধের কথা স্বীকারও করেছেন।

গত অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয় ওলগাকে। যেখানে কর্মকর্তারা দু’টি সুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক সনাক্ত করেন। গ্রেপ্তারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে।

মাদক বহনের অপরাধে তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সাজায় উল্লেখ করা হয়, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন, তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে। 

এদিকে এ অভিনেত্রী আদালতে দাবি করেন, তাকে একজন বলেছিল কিছু ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। এজন্য তাকে ১৮ হাজার ইউরো এবং সেই সঙ্গে ফ্লাইটের খরচও দেওয়া হবে। তবে, এর মধ্যে মাদক আছে, তা জানতেন না বলে দাবি করেছেন এ অভিনেত্রী।

রাজু

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে