বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের দুই বছরের মেয়ে রাহা কাপুরকে নিয়ে মুম্বাইয়ের একটি লাইভ ফুটবল ম্যাচে যোগ দিয়েছিলেন।
রাহার মিষ্টি মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক ভিডিওতে দেখা যায়, আলিয়া মেয়েকে আলিঙ্গন করে গালে একটি চুমু দিচ্ছেন। অন্যদিকে, রণবীর ছোট্ট রাহাকে হাতে নিয়ে মাঠের চারপাশে ঘুরছেন। রাহা ও রণবীর মিলে মিলিত নীল জার্সি পরেছিলেন, যেখানে আলিয়া ক্যাজুয়াল লুকে ছিলেন—সাদা টপ, নীল জিন্স ও কালো হুডিতে। রাহা কাপুর তাদের প্রথম সন্তান ।
জাফরান