ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রশংসা করেছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাতকারে সাবেক স্বামীর প্রশংসা করেছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা ও অনেক ভালো মানুষ। আমরা যেহেতু সিনেমার মানুষ এজন্য অনেক শো তে আমাদের বাইরে যেতে হয়েছে। অনেক শো করতে আমরা কাতার, দুবাইসহ অনেক জায়গায় গিয়েছি।
আমি কাতারের একটি গল্প বলি, শো টা ছিল কোরবানি ঈদের সময়। তখন ওখানে খুব সম্ভবত উটের মাংসের একটা প্রচলন ছিল। আমাদের যে অর্গানাইজেশন ওখানে নিয়ে গেছিল তাদের মাধ্যমে সে দেশের মিনিস্ট্রি থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা সবাই সেখানে গিয়েছিলাম।
সেখানে আমাদের রাত্রি বেজে গেছে সাড়ে ১১ টার মত। শাকিব যে কাজটা করত সেটা হচ্ছে সবার আগে সে খাবারগুলো খেতে এবং দেখতো যে খাবারে কোথাও কোন বিফ আছে কিনা বা মহিষ, উট, দুম্বার মাংস আছে কিনা। খাওয়ার পর সে আমাকে ইনফর্ম করত। এটা কিন্তু এরকম। কারণ ওখানে তো আর হোটেলের মত মেনু থাকত না । তাতে আমার জন্য খেতে সুবিধা হতো।
এমএম