সম্প্রতি জেন জেড বিষয়ক কনটেন্ট নিয়ে উর্বশী রাউতেলা ও কারিনা কাপুরের মথ্যে একটি এডিটেড ভিডিও ভাইরাল হয়েছ। বিষয়টি নজরে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কারিনা।
স্টাইলিস্ট দিব্যাঙ্ক ডি'সুজা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কারিনা এবং উর্বশীর আলাদা সাক্ষাৎকারের ক্লিপস মিশিয়ে একটি 'কথোপকথন' তৈরি করা হয়েছে, যা কারিনা বেশ উপভোগ করেছেন।
কারিনার প্রতিক্রিয়া
দিব্যাঙ্কের ভিডিওতে কারিনার রেডিও শো ‘নারী কি চায়’ থেকে তার প্রতিক্রিয়াগুলোকে হাজার বছর আগের দৃষ্টিভঙ্গি হিসেবে দেখানো হয়েছে। আর উর্বশীর অংশকে 'জেন জেড' দৃষ্টিভঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওতে কারিনা উর্বশীকে জিজ্ঞাসা করছেন, কীভাবে তিনি তার কনটেন্টকে ‘তাজা ও প্রাসঙ্গিক’ রাখেন। উর্বশী তার স্টাইল ব্যাখ্যা করছেন।
কারিনা নিজেও ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, (হাসি এবং হার্ট ইমোজি) যাতে এটি করতে পারো... একদম মেরে ফেলেছো ভাই (হাসি, নাচ এবং চোখের ইমোজি)। তোমাকে যথেষ্ট কনটেন্ট দিয়েছি।
দিব্যাঙ্ক উত্তর দেন, ‘কারিনা এটি এডিট করা ছিল সবচেয়ে কঠিন, কারণ তুমি সেরা কনটেন্ট দিয়েছো!’
এই বছর কারিনা তিনটি ছবিতে অভিনয় করেছেন। বছরের শুরুতে তিনি অভিনয় করেন হেইস্ট কমেডি ক্রু তে, যেখানে তার সহ-অভিনেত্রী ছিলেন টাবু ও কৃতি স্যানন। এরপর দ্য বাকিংহাম মার্ডার্স-এখানে তিনি একজন সমস্যাগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে ছিলেন। সম্প্রতি তিনি সিংঘম এগেইন-এ অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন ও অর্জুন কাপুরের সঙ্গে অভিনয় করেছেন।
এমএম