অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন কল্কি ২০১৫ তে । সম্পর্কের মেয়াদ ছিল ২ বছর।
নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলেও, সমাজ বার বার মনে করিয়ে দিয়েছে বিচ্ছেদের কথা।মানুষ তাকে চেনে এবং বিবাহবিচ্ছিন্না বলে এক সময় মুম্বাই শহরে বাড়ি ভাড়া পেতেও বেগ পেতে হয়েছিল কল্কিকে। অভিনেত্রী জানিয়েছিলেন, খ্যাতনামী হওয়ার ফলে মানুষ ছুটে এসে হয়তো ছবি তোলে। কিন্তু আসল জায়গায় অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না। বাড়ি খোঁজার ক্ষেত্রেও তাই কোনও সুবিধা পাননি। বরং সমস্যায় পড়তে হয়েছিল। ২০১৫ সালে অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন কল্কি। সম্পর্কের মেয়াদ ২ বছর। বিচ্ছেদের পরেও সৌজন্য ও বন্ধুত্ব বজায় রেখেছেন কল্কি ও অনুরাগ।
জাফরান