ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

মহিলাকে বাড়িতে ডেকে নায়কের শ্লীলতাহানি, অতঃপর...

প্রকাশিত: ১১:১৯, ১ ডিসেম্বর ২০২৪

মহিলাকে বাড়িতে ডেকে নায়কের শ্লীলতাহানি, অতঃপর...

অভিনেতা শরদ কাপুর। সংগৃহীত ছবি।

শিল্পীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ যেন নতুন কিছু নয় বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবার বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে এমনই এক অভিযোগ উঠে এসেছে। একটি ৩২ বছর বয়সী নারী খর থানায় অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি শরদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নারীর দাবি, শরদ কাপুরের সঙ্গে তার প্রথম পরিচয় ফেসবুকের মাধ্যমে। এরপর ভিডিও কলের মাধ্যমে তাদের আলাপ হয় এবং শরদ তাকে জানিয়ে দেন যে, নতুন একটি সিনেমা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে চান। এই প্রসঙ্গে, শরদ তাকে দেখা করার জন্য বাড়ির লোকেশন পাঠান, যদিও প্রথমে তিনি অফিসে দেখা করার কথা বলেছিলেন। বাড়িতে গিয়ে, শরদ তাকে বেডরুমে যাওয়ার জন্য ইঙ্গিত করেন, যা ভুক্তভোগী নারীর কাছে অস্বস্তিকর ছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও শরদ নাকি তাকে জোর করে শারীরিকভাবে স্পর্শ করেন।

এই ঘটনার পর, ওই নারী তার এক বন্ধুকে বিষয়টি জানান এবং এরপর তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় শরদ কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এখন পর্যন্ত অভিনেতা শরদ কাপুরকে গ্রেপ্তার করা হয়নি। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই শরদ কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে এবং শীঘ্রই তাকে থানায় উপস্থিত হতে বলা হয়েছে।

নুসরাত

×