ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

আমার বাজে ছেলে ভালো লাগে: হৃদি

প্রকাশিত: ০৬:৩৬, ১ ডিসেম্বর ২০২৪

আমার বাজে ছেলে ভালো লাগে: হৃদি

গ্ল্যালামার জগতে সবাই হয়তো চায় নিজেকে একটু অন্যভাবে ভক্ত সমর্থকদের কাছে উপস্থাপন করতে। আর সেই বিষয়টাকেই মনে হয় কথার মাধ্যমে তুলে এনেছেন আলোচিত মডেল তারকা ইশরাত জাহান হৃদি।

সম্প্রতি তাঁর একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।যেখানে এই মডেলকে উপস্থাপক প্রশ্ন করেন, আচ্ছা তুমি যদি লয়্যাল হও তুমি কি ওরকম লয়্যাল ছেলে খুঁজে পও না?

জবাবে হৃদি এক বাক্যেই বলেন, আমার লয়্যাল ছেলে ভালো লাগে না আমার বাজে ছেলে ভালো লাগে।

তাছাড়া তাঁর ব্যক্তিগত কিছু বিষয়ের উল্লেখ করে হৃদি বলেন, এখন পর্যন্ত তিনি ৭/৮ টা সম্পর্ক করেছেন।নায়কদেরকে তাঁর ভালো লাগে না।

সমালোচদের নিয়ে হৃদি বলেন তাকে সমালোচনা করেন তার সহকর্মীরা .আশেপাশের লোকজন এমনকি তার বন্ধুরা এবং ওনি সে সমালোচনা পছন্দ করেন।

স্ট্যাটাসের বিষয়ে উল্লেখ করে হৃদি আরো বলেন,তার যা মন চাইবে সে তাই সোস্যাল মিডিয়ায় পোস্ট করবে।

বয়ফ্রেন্ড যদি চরিত্রহীন হয় তাহলে তার আসলে কিছুই করার নেই।তিনিও বাজে  তাই তার বাজে ছেলেই ভালো লাগে।বাজে ছেলে আবার উল্টাপাল্টা করলে সেটাও হৃদির খারাপ লাগে ।

তার  এই ভিডিও সোস্যাল মিডিয়ায় আসার পরেই নেটিজেনরা উঠেপড়ে লেগেছেন।

মনির হোসেন নামে একজন বলছেন,মনে হচ্ছে, কি যে বলতাছে সে নিজেও তা জানে না।তানিয়া নামের একজন লিখেছেন,এ-সব কি রে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে।

মায়াবতি লিখেছেন,আমি ইংলিশ পারি না তাই কিছু বুঝি নাই। সুমাইয়া লিখেছেন.মনে হচ্ছে ভুল করে ভিন্ন জগতে চলে আসলাম।

ফুয়াদ

×