
খায়রুল বাসার
একেবারেই ন্যাচারাল অ্যাক্টিং, চরিত্রানুযায়ী স্ক্রিনে সাবলীল উপস্থিতি এবং চমৎকার বাচনভঙ্গির জন্য খুব অল্প সময়েই ময়মনসিংহের ছেলে এই প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেতা খায়রুল বাসার দর্শকের মন জয় করে নিয়েছেন। এদিকে আজ রবিবার খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে আজকের দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় আজ তিনি শুটিং রাখেননি। আবার আগামীকাল থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শূটিংয়ে থাকবেন খায়রুল বাসার।
দর্শকের ভালোবাসায় খায়রুল বাসার হয়ে ওঠা, অভিনয়ে মগ্ন থাকা এবং জন্মদিন প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, অভিনয় করতে ভীষণ ভালো লাগে আমার। অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি আসলেও মনে কোনো ক্লান্তি আসে না। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই শরীরের সেই ক্লান্তিও তৎক্ষণাৎই সরে যায়। দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন, তারা আমার অভিনীত নাটকগুলো যে মনোযোগ দিয়ে দেখেন সেটা আমি উপলব্ধি করতে পারি। যে কারণে আগামীতে আরও ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। আর আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই। কারণ প্রত্যেক শিল্পীরই নিজস্বতা আছে। আর জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাব, মায়ের হাতের রান্না করা মজার মজার খাবার খাব। সবার দোয়া চাই।
সম্প্রতি একের পর এক ইউটিউবে প্রকাশ পাওয়া রুবেল হাসানের ‘দূরদেশ’, জুবায়ের ইবনে বকরের ‘খুনসুটি’, মারুফ হোসেন সজীবের ‘আমি এখানেই থাকব, ওমর ফারুকের ‘চোখ যে মায়ের কথা বলে’ নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই নাটকগুলোর প্রত্যেকটি চরিত্রেই খায়রুল বাসার অনবদ্য অভিনয় করেছেন।