ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান

প্রকাশিত: ১৮:৫২, ৩০ নভেম্বর ২০২৪

বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত ফাতেহ আলী খান

পাকিস্তানের সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। ছবি: সংগৃহীত

আগামী ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামের চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানের সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান । 

 

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। 

কনসার্ট থেকে আয় করা অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ‘স্পিরিটস অব জুলাই’-এর সদস্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ-উজ-জামান।

লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এ কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এ পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে।

 

কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৮ নভেম্বর রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।

রাহাত ফাতেহ আলী খান দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক। পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার কাওয়ালি সঙ্গীত বিশ্বজুড়েই পরিচিত।

 

এছাড়াও কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন বলে জানান আয়োজকরা। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

 

তাবিব

×