রাজ-শিল্পা। ছবি: সংগৃহীত।
পর্নোগ্রাফি মামলায় আবারও বিপদে পড়লেন বলিউড তারকা শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফের একবার তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। চলতি বছরই ইডি রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।
বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে রাজ কুন্দ্রার পুণের বাংলো এবং শিল্পার জুহুর ফ্ল্যাট। এখন আবার এক নতুন ঝামেলার মুখে পড়েছেন তারা, যখন পর্নোগ্রাফি মামলার তদন্ত নতুন করে তীব্র হয়েছে। ২৯ নভেম্বর, ইডি রাজ এবং শিল্পার বাড়িতে হানা দিয়েছে বলে জানা যায়। যদিও এই সময়ে তাঁদের কাছ থেকে জিজ্ঞাসাবাদও করা হয় বলে গুঞ্জন রয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে ইডি তাদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায়।
এই ঘটনার পর শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার আইনজীবী বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। আইনজীবী দাবি করেছেন, "এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। যতটুকু জানি, ইডি তাঁদের বাড়ি বা অফিসে হানা দেয়নি। তদন্ত চলছে এবং রাজ কুন্দ্রা সর্বদাই তদন্তকারীদের সাহায্য করছেন।"
এদিকে, পর্নোগ্রাফি কাণ্ডের তদন্তে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা "হটশট" নামক একটি অ্যাপের সন্ধান পায়। ওই অ্যাপটি পরিচালনা করতেন রাজ কুন্দ্রা। বিভিন্ন সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিও এবং স্বল্প ও দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, মোবাইল অ্যাপের মাধ্যমে রাজ কুন্দ্রা এই ধরনের ছবি তৈরি করতেন এবং সেগুলি বিক্রি করতেন। তাছাড়া, বিদেশে এই চক্রের বিস্তার ঘটেছিল বলেও দাবি করা হচ্ছে।
এখন দেখার বিষয়, পরবর্তী তদন্তের পর এই মামলার কোন দিক সামনে আসে এবং রাজ ও শিল্পা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন।
নুসরাত