ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রাহায়ণ ১৪৩১

সুগার ড্যাডি চাই না, সুগার মাম্মি হতে চাই - সুমাইয়া সুমি

প্রকাশিত: ০৩:৫০, ৩০ নভেম্বর ২০২৪

সুগার ড্যাডি চাই না, সুগার মাম্মি হতে চাই - সুমাইয়া সুমি

ছবি: সংগৃহীত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমাইয়া সুমিকে কিছু মজাদার প্রশ্ন করেছিলো উপস্থাপক। একটি প্রশ্ন ছিল, "তুমি কি সুগার ড্যাডি চাও, না নিজের টাকা দিয়ে নিজেই সুগার মমি হতে চাও?"

এই প্রশ্নের উত্তরে সুমি বলেন, "যদি দুটো মধ্যে কোনো একটা বেছে নিতে হয়, তাহলে আমি অবশ্যই সুগার মমি হবো। কারণ, সুগার মমি হলে আমি তার প্রয়োজনীয় সবকিছু পূরণ করতে পারব। তার যেটা দরকার, আমি সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করব।"

এছাড়া, সুগার মমি বা সুগার ড্যাডির ‘সুগার’ শব্দটি আসলে কোন অর্থে ব্যবহৃত হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুগার আসলে টাকা অর্থে ব্যবহৃত হয়। সুমি আরও বলেন, "আমি তাকে টাকা দেব এবং তার বিনিময়ে তার জীবনের আনন্দ উপভোগ করব।"

এরপর উপস্থাপক সুমিকে আরও একটি প্রশ্ন করেন, "তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ—ক্যারিয়ার নাকি লাভ?"

সুমি বলেন, "ক্যারিয়ার আর লাভ—এ দুটোই গুরুত্বপূর্ণ। ভালোবাসা আসলে একটা খুব সুন্দর অনুভূতি, যেখানে ক্যারিয়ার কখনো বাধা হতে পারে না। ভালোবাসা কখনো তোমাকে নিজের ইচ্ছা বা স্বাধীনতা আটকে রাখতে বলবে না; বরং ভালোবাসা বলবে, তুমি যত দূর সম্ভব উড়ো, যতটা সম্ভব এগিয়ে যাও।"

শেষে উপস্থাপক সুমির কাছে জানতে চান, "তুমি নিজেকে একটি শব্দে কিভাবে বর্ণনা করবে?" সুমি হেসে উত্তর দেন, "আমি নিজেকে 'বোকাসোকা' এবং 'ইনোসেন্ট' বলব, কারণ আমার একটি পিওর হার্ট আছে। যারা আমাকে খুব ভালোভাবে জানে, তারা একটাই কথা বলে—'তুমি খুব ভালো একটা সোল।'"

নুসরাত

×