আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব ৩০ বছরে পাচ্ছে দিচ্ছে । প্রতিবছর এ উৎসবে বাংলাদেশ অংশ নেয়। তবে এ তালিকায় এবার নেই বাংলাদেশের কোনো সিনেমা। এবার উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে।
সম্প্রতি কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই’।
সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল।
উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই। এ উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে বসে থাকেন সিনেপ্রেমীরা। এরই মধ্যেই সেজে উঠেছে কলকাতার নন্দন চত্বর। আজ (২৯ নভেম্বর) দুপুরে নন্দনের শিশির মঞ্চে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে নির্মাতা তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
রাজু