চলচ্চিত্রশিল্পে যেন খরার সময় বইছে। এখন আর প্রতি সপ্তাহে নতুন সিনেমা মুক্তি পায় না। এমনকি কখনো বা এক মাসেও নতুন ছবির সন্ধান মেলে না। সেই বাস্তবতায় নভেম্বর মাসে কিছুটা স্বস্তির সংবাদ এসেছে প্রেক্ষাগৃহ মালিক থেকে সিনেমাপ্রেমীদের জন্য। এই মাসের ১৫ নভেম্বর মুক্তি পেয়েছিল বাংলাদেশÑভারতের যৌথ প্রযোজনার ছবি ‘দরদ’। মাঝে এক সপ্তাহের বিরতির শুক্রবার পুনরায় মুক্তি পেল আরেকটি নতুন ছবি ‘ভয়াল’। সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্ত বয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ভয়াল শিরোনামের ছবিটি। একসঙ্গে ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে দর্শক টানার জন্য ছবিটি নিয়ে চলছে প্রচার-প্রচারণা। সিনেমাটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় ইরফান সাজ্জাদ ও আইশা খান।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এটি তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটির প্রচারে রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। সিনেমাটি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে, সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্ত বয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, তার ভিন্ন রকম স্বাদ পাবেন।
ছবির পরিচালক বিপ্লব হায়দার দর্শকদের ভয়াল ছবি দেখার আহ্বান জানিয়ে বললেন, এটি একটি গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলব, হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।
সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন আইশা খান। তিনি বলেন, পাহাড়ি পটভূমিতে শূটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণাÑ সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকে।
মুক্তি পেল প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’
শীর্ষ সংবাদ: