ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

প্রাক্তনের নাম কেন ধরে রেখেছেন জয়া আহসান?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ নভেম্বর ২০২৪

প্রাক্তনের নাম কেন ধরে রেখেছেন জয়া আহসান?

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় জয়া মাসউদ নামে। ক্যারিয়ারের শুরুর দিকে প্রেম করে বিয়ে করেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। এরপর নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। প্রায় ১৩ বছর আগে তাদের ডিভোর্স হলেও এখনো নিজের নামের শেষে আহসান ধরে রেখেছেন জয়। কিন্তু কেন?

 

এ নিয়ে ভক্ত-অনুরক্তদের রয়েছে জানার কৌতূহল। এই প্রশ্নের জবাব কখনোই দেননি অভিনেত্রী। নানা সময়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না’ বলে এড়িয়ে গেছেন। সম্প্রতি বাংলাদেশে একটি বেসরকারি চ্যানেলে এই প্রসঙ্গে মুখ খুলেছেন জয়া।

সেখানে তিনি বলেছেন, প্রক্তনের নাম হলেও এই নামটা এখন আমার। এতে আমার কোন অসুবিধা নেই। এই নামটা এখন স্টাবলিশ হয়ে গেছে। এটার জন্য দর্শকার কেন কনফিউজ হবে। এটা ভাববার কোন কারণ নাই যে, উনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে বা হবে। এটা জয়া আহসান ই। এটা এখন একটি ইনডিভিজুয়ালি নাম। বারবার দর্শককে আবার সেই মাসুদটা ফেরত দিতে চাই না।

তিনি আরও বলেন, আমার বাবার নাম এ এস মাসুদ, মায়ের নাম রেহানা মাসুদ, ভাইয়ের নাম অদিত মাসুদ, বোনের নাম কান্তা মাসুদ, আমি জয়া আহসান। হ্যা আমি আহসানটা এখনো রেখেছি। এটাতে আমার কোন অসুবিধা নাই।

 

১৯৯৮ সালে বিয়ের ১৩ বছর পর ২০১১ সালে  হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফয়সালকে  ডিভোর্স দেন জয়া। যদিও এই বিচ্ছেদ নিয়ে তারা কেউ কখনোই মুখ খোলেননি। বিচ্ছেদের পর কেটে গেছে আরও ১৩ বছর। এরপরও স্বামী ফয়সালের নামের ‘আহসান’ পদবী এখনো ধরে রেখেছেন জয়া।

ফয়সাল আহসানরা ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পূর্বপুরুষদের হাতেই গড়ে উঠেছিল সদরঘাটে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। এমন একটি পরিবারের বউ হয়েছিলেন জয়া। আর তাই ডিভোর্সের পরও ‘আহসান’ পদবী নাম থেকে মুছে ফেলতে পারেননি।

এমএম

×