ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

অমিতাভের মাথায় আঘাত করে লজ্জা পেয়েছিলেন অবিনাশ!

প্রকাশিত: ১৯:০০, ২৯ নভেম্বর ২০২৪

অমিতাভের মাথায় আঘাত করে লজ্জা পেয়েছিলেন অবিনাশ!

অবিনাশ তিওয়ারি ও অমিতাভ বচ্চন।

পাঁচ দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দাপুটে অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে বলা হয় বলিউডের শাহেনশাহ। সেই অমিতাভ বচ্চনের গায়ে হাত তুলেছিলেন এই প্রজন্মের অভিনেতা অবিনাশ তিওয়ারি।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ঘটনাটি নিজেই প্রকাশ করেছিন অবিনাশ। যেটি ছিলো ২০১৪ সালের টিভি শো যুদ্ধ-এর শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্য।

অবিনাশ বলেন, আমাদের প্রথম সাক্ষাতেই একটি অ্যাকশন দৃশ্য করতে হয়েছিল। আমি তখন পর্যন্ত কখনও জীবনে কোনো অ্যাকশন দৃশ্য করিনি। দৃশ্যে উনাকে আমাকে ঘুষি মারতে হত, আর আমাকে বেঁচে উনাকে পাল্টা আঘাত করতে হত। সৌভাগ্যক্রমে, আমি শুধু উনার মাথায় আঘাত করেছিলাম, কিন্তু সেই সময় যে লজ্জা পেয়েছিলাম, তা আজও ভুলতে পারিনি। সেটে তখন নীরবতা ছিল। আর আমি আরেকটি আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছিলাম কারণ কেউ কাট বলেনি। অভিনয়শিল্পীর সহজাত প্রবৃত্তি তখন দায়িত্ব নিয়ে নেয়।

এরপর অমিতাভের প্রতিক্রিয়া নিয়ে অবিনাশ বলেন, আমি উনার কাছে গিয়ে দুঃখপ্রকাশ করেছিলাম। উনি বললেন, হ্যাঁ, তুমি আমাকে মাথায় আঘাত করেছ।

তিনি আরও বলেন, আমি ক্ষমা চেয়েছিলাম এবং উনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি একটা রিহার্সাল করব? তখন উনি মাথা ধরে আমাকে বলেন, কিন্তু আমরা এটা ধীরে করব। উনি আমাকে বলেছিলেন, অ্যাকশন দৃশ্যটা কোরিওগ্রাফির মতো, ঠিক নাচের মতো করো।

রিভু দাশগুপ্ত ও দীপ্তি কালওয়ানি পরিচালিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার যুদ্ধ। এতে অমিতাভ বচ্চন ও অবিনাশ তিওয়ারি ছাড়াও অভিনয় করেছেন সরিকা, জাকির হুসেন, মোনা ওয়াসু, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও কে কে মেনন। এটি ছিল অমিতাভ বচ্চনের প্রথম ফিকশন টেলিভিশন শো।

এমএম

×