কৃতি শ্যানন
হিরোপান্তির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতি শ্যাননের। 'মিমি' ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
কৃতি শ্যানন এমন একজন অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের শর্তে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। অভিনেতা হিরোপান্তিতে টাইগার শ্রফের বিপরীতেঅভিনয় করে, বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন।
বলিউডের অন্যতম আলোচিত বিষয় স্বজনপ্রীতি। যা নিয়ে মাঝেমধ্যেই বলিপাড়ায় বেশ শোরগোল শোনা যায়। এবার এই আলোচিত বিষয় নিয়ে মুখ খুললেন ‘দো পাত্তি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। এই অভিনেত্রী জানান, বলিউডে সফল হওয়ার জন্য প্রতিভাই গুরুত্বপূর্ণ।
গোয়ায় চলমান ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাসে অংশ নিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি ‘স্বজনপোষণ’ নিয়ে কথা বলেছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছে যে, স্বজনপোষণের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’, বরং এটি এমন একটা সার্কেল যাতে যুক্ত আছে মিডিয়া এবং দর্শকরাও।
তিনি বলেছিলেন, যে স্টার কিডস সম্পর্কে গণমাধ্যম যা প্রকাশ করছে দর্শকরা সেটা দেখতেই ইচ্ছুক। আর দর্শকদের এই আগ্রহের কারণেই ইন্ডাস্ট্রি এসব তথাকথিত স্টার কিডদের নিয়ে সিনেমা তৈরির ইচ্ছে পোষণ করে।
কৃতি বলেন, ‘যেহেতু দর্শকরা তাদের ব্যাপারে আগ্রহী, তাই ইন্ডাস্ট্রিও মনে করে তাদের নিয়ে একটা সিনেমা তৈরি করা যাক। তাই আমার মনে হয়, এটা একটা বৃত্তের মতো।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘কেউ প্রতিভাবান হলে সে ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জন করবেই। আর আপনি প্রতিভাবান না হলে এবং দর্শকদের সঙ্গে সংযোগ না থাকলে সফলতা পাবেন না।’ এ ছাড়া বহিরাগতদের বলিউডে কাজ করতে গিয়ে শুরুতেই যেসব সংগ্রামের মুখোমুখি হতে হয় সেসব নিয়েও কথা বলেন এই তারকা অভিনেত্রী। কৃতি জানান, এই ধরনের অভিনেতাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এমনকি ম্যাগাজিনের কভারে আসতেও তাদের বেশ সময় লাগে। তবে দুই বা তিনটি সিনেমা মুক্তির পরও কেউ যদি কঠোর পরিশ্রম চালিয়ে যায় তাহলে সে সফলতা অর্জন করবেই।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে কৃতি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যেমন দিলওয়ালে, রাবতা, বেরেলি কি বরফি, লুকা চুপি এবং হাউসফুল ৪। তাকে সম্প্রতি দো পট্টিতে দেখা গেছে, এছাড়াও এতে শাহীর শেখ এবং কাজলও অভিনয় করেছেন।
এটি তার নতুন প্রযোজনা ব্যানার, ব্লু বাটারফ্লাই ফিল্মসের অধীনে তৈরি করা প্রথম প্রকল্প ছিল।
ইসরাত