সুভাষ ঘাই নিশ্চিত করেছেন যে প্রিয়াঙ্কা চোপড়া 'আইতরাজ ২'-এ থাকবেন না, জানিয়েছেন তিনি 'আইতরাজ'-এ কাজ করতে চাননি
সুভাষ ঘাই সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এ সময় তিনি ডিএনএ ইন্ডিয়াকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি তার চলচ্চিত্রে সঠিক অভিনেতা বাছাই করার ব্যাপারে নিজের দৃঢ়তার কথা জানান।
সুভাষ ঘাই বলেন, “আমাদেরও একটি সংবিধান থাকে। সেই অনুযায়ী আমরা বিশ্লেষণ করি যে কোন চরিত্রে কোন অভিনেতা সেরা হতে পারে। আমি বহুবার অভিনেতাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি। বহু অভিনেতাকে আমি সুযোগ দিয়েছি। তবে কখনোই কাউকে আমার ছবিতে কাজ করার জন্য চাপ দিইনি। এমন অনেক সময় এসেছে, যখন অভিনেতারা আমার প্রস্তাবে রাজি হননি। সিমি গ্রেওয়াল ‘কারজ’ করতে চাননি। প্রিয়াঙ্কা চোপড়া ‘আইতরাজ’ করতে চাননি। তবে আমি তাদের অনেক বুঝিয়েছি।”
প্রসঙ্গত, ২০০৪ সালের ‘আইতরাজ’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এই সিনেমায় তার নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার সেরা নেগেটিভ চরিত্রের পুরস্কার লাভ করেন।
২০ বছর পর সুভাষ ঘাই ‘আইতরাজ’ ছবির সিক্যুয়াল প্রযোজনা করতে চলেছেন। তবে এবার প্রিয়াঙ্কা এতে থাকছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, “আইতরাজ তৈরির ২০ বছর হয়ে গেছে। তাই আমাদের এখন সমসাময়িক প্রজন্মের অভিনেতাদের নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও নিশ্চিত করেছেন যে ‘খলনায়ক ২’ এবং ‘আইতরাজ ২’-এর গল্প ও কাস্ট চূড়ান্ত করার কাজ চলছে। “আরও ৩-৪ মাসের মধ্যে গল্প ও কাস্ট ঠিক হয়ে যাবে। এরপর আমরা পুরোপুরি ঘোষণা দেব,” তিনি হাসি দিয়ে বলেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
নাহিদা